কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্টে এই ঘটনা ঘটে। মারা যাওয়া পর্যটকের নাম সামির (২৩)। সে চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক বলে জানা যায়।
সামিরের সাথে থাকা বন্ধুদের বরাত দিয়ে লাইফগার্ড কর্মীরা বলেন, আজ সকালে তারা চার জন কক্সবাজার আসেন এবং দুপুরের দিকে সৈকতে গোসলে নামেন। সাতার না জানার কারণে সামির সাগরের ঢেউয়ে ভেসে যাচ্ছিলেন। পরে মুমূর্ষু অবস্থায় বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
কক্সবাজার মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তিন বন্ধু ঘটনার বিষয়ে জানান। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।